ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোববার ক্লাসে ফিরছে বাকৃবির শিক্ষার্থীরা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মে ৩, ২০১৪
রোববার ক্লাসে ফিরছে বাকৃবির শিক্ষার্থীরা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): রোববার থেকে শর্ত সাপেক্ষে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

সাদ হত্যার বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট শনিবার বিকেল ৬টার দিকে প্রত্যাহার করে নিয়ে এ ঘোষণা দেয় তারা।



প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের বিজয়’৭১ এর পাদদেশে সন্ধ্যায় সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। সমাবেশে রোববার সকাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা দেয়া হয়।

সমাবেশে শিক্ষার্থীরা জানায়, সাদ হত্যার বিচারের দাবিতে গত এক মাস ধরে আন্দোলন করে আসছেন তারা। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তগুলোতে তাদের দাবির অনেকাংশে প্রতিফলন ঘটেছে। তাই আগামী ৮ মে পর্যন্ত আন্দোলন ও ছাত্র ধর্মঘট স্থগিত করা হচ্ছে।

এ সময়ের মধ্যে বাকি দাবিগুলো আদায় না হলে আবারো আন্দোলন শুরু হবে বলে জানায় শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৯৪৬, মে ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।