ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কারিগরি শিক্ষা দেশের উন্নয়ন দ্রুততর করে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, মে ৪, ২০১৪
কারিগরি শিক্ষা দেশের উন্নয়ন দ্রুততর করে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের আগামীর জন্য প্রস্তুত করলে সেটা দেশের দ্রুততর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শনিবার মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজির মোহাম্মদপুর ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সংগঠনের (বিজিএমইএ) পরিচালক এম মহীউদ্দিন চৌধুরী।

এমএআইটি’র অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুসলিম এইড বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ ওবায়দুর রহমান ও সংস্থাটির শিক্ষা ও শিশু নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ এনায়েত হোসেন জাকারিয়া।

নিজের বক্তব্যে কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে মহীউদ্দিন চৌধুরী বলেন, আমি আশা করি এমএআইটি’র ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা জাতির উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখবে।

কর্মশালা ও নবীবরণ অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, মে ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।