ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মে ৫, ২০১৪
রাবিতে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

রাবি: বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের পেশাগত মান উন্নয়নের লক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) ও যুক্তরাজ্যের দি ওপেন ইউনিভার্সিটির উদ্যোগে তিনদিব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

এতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকরা অংশগ্রহণ করছেন।



সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

আইইআর এর পরিচালক অধ্যাপক গোলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ এবং আইইআর-এর সাবেক পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দি ওপেন ইউনিভার্সিটির রিসার্চ ফেলো ড. মুহাম্মদ মারুফ চৌধুরী সোহেল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ টিমের টিম ইনচার্জ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক এবিএম আহসান রকিব।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ ও গবেষণা কাজের ওপর গুরুত্ব আরোপ করেন এবং এ ধরনের যৌথ উদ্যোগের মাধ্যমে শিক্ষা-গবেষণা কর্মকে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মে ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।