ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৪৩ বছর পর ঢাবির সম্পত্তি পুনরুদ্ধার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মে ৬, ২০১৪
৪৩ বছর পর ঢাবির সম্পত্তি পুনরুদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়: অবৈধ দখলে থাকা শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ড. জি.সি. দেবের উইলকৃত সম্পত্তি দীর্ঘ ৪৩ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় পুনরুদ্ধার করেছে।

আদালতের রায়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সম্পত্তি পুনরুদ্ধার করে।



মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পরিচালক আশরাফ আলী খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ শুনানি শেষে গত ১৮ ফেব্রুয়ারি ঢাকা ৪র্থ যুগ্ম-জেলা জজ আদালতের বিচারক আবু তাহের এই সংক্রান্ত মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে রায় দেন।

গত ৪ মে রায়ের সার্টিফাইড কপি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে আসে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আফতাব উদ্দীন আহমেদ এবং নাসিমা আকতার মামলাটি পরিচালনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন উপদেষ্টার দফতর মামলাটির সার্বিক তত্ত্বাবধান করে।

মুক্তিযুদ্ধে শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. জি.সি দেব তার সম্পত্তির ৫০ ভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর উইল করে যান। সম্পত্তির

পরিমাণ প্রায় ১৬ কাঠা। সম্পত্তির তফসিল হচ্ছে- বাড়ি নং ১৪৯/ডি, সড়ক নং ১৩/২ (পুরাতন), বাড়ি নং ৬১, সড়ক নং ৪/এ (নতুন), ধানমন্ডি ঢাকা।
এসএ/

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ৬, ২০১৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।