ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ‘নারীর অধিকার ও রবীন্দ্রনাথ’ শীর্ষক আলোচনা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মে ৮, ২০১৪
রাবিতে ‘নারীর অধিকার ও রবীন্দ্রনাথ’ শীর্ষক আলোচনা

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘নারীর অধিকার ও রবীন্দ্রনাথ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর এম শহীদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন- ভারতের ভাষা বিজ্ঞানী প্রফেসর পবিত্র সরকার।

অনুষ্ঠানে অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সনৎ কুমার সাহা, বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর চৌধুরী জুলফিকার মতিন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- ইনস্টিটিউটের শিক্ষক প্রফেসর স্বরোচিষ সরকার। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও আইবিএস-এর গবেষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মে ৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।