ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবি'র ২০১৩-১৪ শিক্ষাবর্ষে পঞ্চম অপেক্ষমান তালিকা প্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মে ৮, ২০১৪
বেরোবি'র ২০১৩-১৪ শিক্ষাবর্ষে পঞ্চম অপেক্ষমান তালিকা প্রকাশ

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কোর্সে শূণ্য আসনে ভর্তির পঞ্চম অপেক্ষমান তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অফিসার মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।



এ দিন বৃহস্পতিবার দুপুরে মেধাক্রম অনুসারে পঞ্চম অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী ১৫ মে ভর্তি নেওয়া হবে।

বুধবার উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, এরপরও আসন শূণ্য থাকা সাপেক্ষে ১৮ মে মেধাক্রম অনুসারে ষষ্ঠ অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে এবং ওই তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী ২০ মে ভর্তি নেওয়া হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.admission.brur.ac.bd) ভিজিট করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে ৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।