ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মে ১২, ২০১৪
তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি’ তিনদফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে। সোমবার বেলা ১২ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র ছোট মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিন দফা দাবি তুলে ধরেন সংগঠনের সম্পাদক সালেহা আক্তার।

দাবিগুলো হলো, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতিযোগ্য শূণ্যপদসমূহে অবিলম্বে পদোন্নতি প্রদান, শিক্ষার স্বার্থে সহকারি প্রধান শিক্ষকের পদ সৃষ্টি ও প্রাথমিক শিক্ষকদের রেজিস্ট্রেশনবিহীন সকল সংগঠন অবৈধ ঘোষণা করা।
 
লিখিত বক্তব্যে সালেহা আক্তার বলেন, মামলার কারণে প্রায় আট হাজার শিক্ষকের পদ শূণ্য রয়েছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অবিলম্বে এই শূণ্য পদ পূরণ করতে হবে। প্রধান শিক্ষকরা সরকারি কাজে বাহিরে থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, এজন্য সহকারি প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করে নিয়োগ দিতে হবে।

সারাদেশের প্রাথমিক শিক্ষকদের ৪/৫টি সংগঠন রয়েছে যাদের কোনো রেজিস্ট্রেশন নেই। লিখিত বক্তব্যের মাধ্যমে এদের কার্যক্রম অবৈধ ঘোষণারও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি  আব্দুল আউয়াল, সহ-সভাপতি মোখলেছুর রহমান, মো: শহীদুল ইসলাম, মো: নাছির উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ, মো: কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, সহ সম্পাদক আব্দুল মাজেদ প্রমুখ।

বাংলাদেশ সময় : ১২১০ ঘণ্টা, মে ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।