ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বোর্ডসেরা ২০ এ নীলফামারীর চারটি প্রতিষ্ঠান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মে ১৭, ২০১৪
বোর্ডসেরা ২০ এ নীলফামারীর চারটি প্রতিষ্ঠান

নীলফামারী: দিনাজপুর শিক্ষা বোর্ডের সেরা বিশে স্থান পেয়েছে নীলফামারীর চারটি প্রতিষ্ঠান। এরমধ্যে সৈয়দপুর উপজেলার তিনটি এবং নীলফামারী সদর উপজেলার মাত্র ১টি প্রতিষ্ঠান রয়েছে।



স্থান পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৫ জন জিপিএ-৫ পেয়ে ৬ষ্ঠ স্থানে সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, ১৪৬ জন জিপিএ-৫ পেয়ে ৯ম স্থানে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ১৭১ জন জিপিএ-৫ পেয়ে ১০ম স্থানে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় এবং ২০৩ জন জিপিএ-৫  পেয়ে ১৩তম স্থানে রয়েছে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ।

এদিকে, বরাবরের মতো এবারো জেলার শীর্ষে রয়েছে সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানের ১২০জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন। এছাড়া ১৪৬ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ১৭১ জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থানে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, ২০৩ জন জিপিএ-৫ পেয়ে চতুর্থ স্থানে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, ৩৩ জন জিপিএ-৫ পেয়ে পঞ্চম স্থানে ডিমলা রানী বৃন্দা রানী উচ্চ বিদ্যালয়, ১০৫ জন জিপিএ-৫  পেয়ে ষষ্ঠ স্থানে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৪৪ জন জিপিএ-৫ পেয়ে সপ্তম স্থানে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ৬১ জন জিপিএ-৫ পেয়ে অষ্টম স্থানে কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, ৫৩ জন জিপিএ-৫ পেয়ে নবম স্থানে সানফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় এবং ২৬ জন জিপিএ-৫ পেয়ে দশম স্থানে ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এ ফলাফল নিশ্চিত করেছেন।

অপরদিকে, গতবারের চেয়ে ভালো ফলাফল করেছে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়। গতবার ১৩তম স্থানে থাকলেও এবার সেরা ২০ মধ্যে দশম স্থানে রয়েছে।

নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নুর মো. আনিসুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে জানান, গতবার ১০৯জন জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে ১৭১ জন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।