ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসিতে সুনামগঞ্জে পাসের হার ৮৭ দশমিক ০৮ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মে ১৭, ২০১৪
এসএসসিতে সুনামগঞ্জে পাসের হার ৮৭ দশমিক ০৮ শতাংশ

সুনামগঞ্জ: সিলেট শিক্ষা বোর্ডে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট  (এসএসসি) পরীক্ষায় সুনামগঞ্জে পাসের হার ৮৭ দশমিক ০৮ ভাগ।

শনিবার সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।



সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলায় মোট ১৩ হাজার ৪৯৮ জন শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার ২৬৩ জন ছেলে ও ৭ হাজার ২৩৫ জন মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১১ হাজার ৭৫৩ জন পাস করেছে। উত্তীর্ণদের মধ্যে ছেলে ৫ হাজার ৫০৬ জন ও মেয়ে ৬ হাজার ২৪৮ জন। সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৮৭ জন।

সুনামগঞ্জের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গুলজার আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ১৭ ২০১৪
      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।