ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লায় পাসের হার ৮৯ দশমিক ৯২ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মে ১৭, ২০১৪
কুমিল্লায় পাসের হার ৮৯ দশমিক ৯২ শতাংশ

কুমিল্লা: কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ৯২ শতাংশ। কুমিল্লায় ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯৪৫ জন।

এ বোর্ডে ৩ বিভাগেই ছেলেরা এগিয়ে রয়েছে।

শনিবার (১৭ মে) সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

১ লাখ  ৪৫ হাজার ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৪২১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ বোর্ডে বিজ্ঞান বিভাগে শতকরা পাসের হার ৯৪ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যে ছাত্র ৯৫ দশমিক ২৯ শতাংশ ও ছাত্রী ৯৪ দশমিক ০৫ শতাংশ।

মানবিক বিভাগে পাসের হার শতকরা ৮২ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে ছাত্র ৮২ দশমিক ৯৭ শতাংশ ও ছাত্রী ৮২ দশমিক ০১ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯১ দশমিক ৪৪ শতাংশ। এর মধ্যে ৯২ দশমিক ২৫ জন ছাত্র ও ৯০ দশমিক ৫৬ শতাংশ ছাত্রী পাস করেছে। এবার ৩ বিভাগেই ছাত্ররা এগিয়ে রয়েছে।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছেলেরা এগিয়ে

কুমিল্লা বোর্ডে এবার ৩ বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে ১০ হাজার ৯৪৫ জন। এর মধ্যে ৫ হাজার ৬৮৬ জন ছেলে ও ৫ হাজার ২৫৯ জন মেয়ে।

বিজ্ঞান বিভাগে ৮ হাজার ২৯২ জনের মধ্যে ৪ হাজার ৭১৮ জন ছাত্র ও ৩ হাজার ৫৭৪ জন ছাত্রী, মানবিক বিভাগে ১৭২ জনের মধ্যে ১৫ জন ছাত্র ও ১৫৭ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৪৮১ জনের মধ্যে ৯৫৩ জন ছাত্র ও ১ হাজার ৫২৮ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এক্ষেত্রে ব্যবসায় শিক্ষা বিভাগে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
কুমিল্লা বোর্ডের অধীনে সেরা ২০ স্কুলের মধ্যে প্রথম স্থানে রয়েছে কুমিল্লা জিলা স্কুল। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও কুমিল্লা ক্যাডেট কলেজ। তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অপর স্কুলগুলোর মধ্যে কুমিল্লা মডার্ন হাই স্কুল, ফেনী সরকারি গার্লস হাই স্কুল, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুল, চান্দিনা আবেদা নুর হাই স্কুল, কুমিল্লা ইবনে তাইমিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর মাতৃপীঠ সরকারি গার্লস হাই স্কুল, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, চাঁদপুরের আল আমিন একাডেমি, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, কুমিল্লার লাকসাম পাইলট হাই স্কুল, নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়, কুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বি-বাড়িয়া আনন্দ সরকারি উচ্চ বিদ্যালয় ও ফেনী শাহিন একাডেমি।

জিপিএ-৫ পাওয়া সেরা ২০ স্কুল
কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া সেরা ২০ স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কুমিল্লা মডার্ন হাই স্কুল। এই স্কুলে জিপিএ-৫ পেয়েছে ৫৬৪ জন ছাত্রছাত্রী। দ্বিতীয় স্থান অর্জনকারী কুমিল্লা জিলা স্কুলে জিপিএ-৫ পেয়েছে ৩৫৩ জন ছাত্র। তৃতীয় স্থানে থাকা কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪৯ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

সেরা ২০ স্কুলের পর্যায়ক্রমিক অন্য স্কুলগুলোর মধ্যে কুমিল্লার ইবনে তাইমিয়া হাই স্কুলের ১৯৯ জন, ফেনী সরকারি পাইলট হাই স্কুলের ১৮১ জন, ফেনী সরকারি গার্লস হাই স্কুলের ১৭৪ জন, চাঁদপুরের আল আমিন একাডেমির ১৫২ জন, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১৪৩ জন, চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৩৮ জন, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২১ জন,  ফেনী শাহিন একাডেমির ১২০ জন, নোয়াখালী জিলা স্কুল ও  চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১১২ জন করে, বি-বাড়িয়া আনন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০৫ জন, কুমিল্লার আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুলের ৬৬ জন, লাকসাম পাইলট হাই স্কুল ৫৮ জন, ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৪ জন, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে ৫৩ জন, কুমিল্লা ক্যাডেট কলেজের ৫০ জন, কুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫০ জন এবং চান্দিনার আবেদা নুর উচ্চ বিদ্যালয়ের ৪০ জন জিপিএ-৫ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মে ১৭ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।