ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মৌলভীবাজারে পাসের হার ৮৭.৭৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মে ১৭, ২০১৪
মৌলভীবাজারে পাসের হার ৮৭.৭৫

মৌলভীবাজার: এ বছর মৌলভীবাজারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) পরীক্ষায় মোট ১৫ হাজার ৪৪৮ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৭৭৯ জন।

এর মধ্যে ছাত্র ৫ হাজার ৯৪২ এবং ছাত্রী ৭ হাজার ৮৩৭ জন ছাত্র।

মোট জিপিএ-৫ পেয়েছে ৭৫৬ জন।

সিলেট বিভাগের সেরা ২০ বিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুল, মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজনগর আইডিয়াল হাইস্কুল।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষক ও নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান বিষয়টি বাংলনিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।