ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহীবোর্ডের স্মরণকালের সেরা রেকর্ড

শরীফ সুমন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মে ১৭, ২০১৪
রাজশাহীবোর্ডের স্মরণকালের সেরা রেকর্ড

রাজশাহী: চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় আবারও স্মরণকালের সেরা রেকর্ড করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সারা দেশের মধ্যে এবারও রাজশাহী প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে।



১৯৬২ সালে প্রতিষ্ঠা লাভের পর বোর্ডের ইতিহাসে যা এবারই প্রথম। এমন ঈর্ষণীয় সাফল্য এর আগে কখনও আসেনি।

১৯৭১ সালে একবার রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার উঠেছিল ৯৩ দশমিক ৫৩ শতাংশে। এরপর এরকম সাফল্য আর সেভাবে ধরা দেয়নি। দীর্ঘ ৪৩ বছর পর নানা প্রতিকূলতার ডিঙ্গিয়ে বোর্ডের পাসের হার দাঁড়িয়েছে ৯৬ দশমিক৩৪ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে সর্বোচ্চ ১৯ হাজার ৮১৫ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৯৪ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ২০৩ জন। এতে গত বছরও দেশের আটটি শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে প্রথম হয়েছিল রাজশাহী।

উচ্চতার সোপানে পৌঁছে তাই রাজশাহী শিক্ষা বোর্ডের মেধাবী শিক্ষার্থীরা এখন বাঁধ ভাঙ্গা আনন্দে ভাসছে। কাঙ্খিত ফলাফলে স্কুলে স্কুলে চলছে বিজয়ের উৎসব। প্রাণের উচ্ছ্বাসে শিক্ষার্থীদের পাশাপাশি আনন্দে ফেটে পড়ছেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দও। বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও একই অনুভব।

অভাবনীয় এ সাফল্যের বিষয়ে প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএমএ হুরাইরা বাংলানিউজকে তিনি বলেন- সরকারের ‘বই উৎসব’, প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ দেশের শিক্ষা ক্ষেত্রে মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন করেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন- সমাজের উচ্চবিত্ত থেকে একেবারে নি¤œবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীরা এ সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের সুপ্ত মেধাকে বিকোশিত করতে পেরেছে।

সর্বপরি শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টা, শিক্ষক ও অভিভাবকদের নিরলস পরিশ্রম আর বোর্ডের সুনির্দিষ্ট নিদের্শনা আর নিবিড় পর্যবেক্ষণের কারণে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এসময় তিনি এসএসসির সকল কৃতি শিক্ষার্থীকে প্রাণঢালা উষ্ণ অভিনন্দন জানান।                    

প্রসঙ্গত, এবার ৯৬ দশমিক ৩৪ শতাংশ পাসের হার নিয়ে সারা দেশের মধ্যে শীর্ষে অবস্থান নিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। মোট জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৮১৫ জন শিক্ষার্থী।

এর মধ্যে ছাত্রের সংখ্যা ১০ হাজার ৮২৫ জন এবং ছাত্রী ৮ হাজার ৯৯০ জন। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে গতবার সারা দেশের মধ্যে প্রথম স্থানে ছিল রাজশাহী। এর আগের বছর অর্থাৎ ২০১২ সালে সারাদেশে দ্বিতীয় স্থান ছিল রাজশাহী শিক্ষা বোর্ড। সেই বার গড় পাসের হার ছিল ৮৮ দশমিক ৩৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৭২৬ জন শিক্ষার্থী।

এর আগে ২০১১ সালে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাসের হার ছিল ৮০ দশমিক ৩২ শতাংশ, ২০১০ সালে ৮৫ দশমিক ৬১ শতাংশ, ২০০৯ সালে ৫৮ দশমিক ৪১ শতাংশ, ২০০৮ সালে ৬৪ দশমিক ৮৯ শতাংশ, ২০০৭ সালে ৫৯ দশমিক ১৮ শতাংশ।


বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।