ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাদ্রাসা বোর্ডে সিলেটে প্রথম শাহজালাল জামেয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৪
মাদ্রাসা বোর্ডে সিলেটে প্রথম শাহজালাল জামেয়া

সিলেট: পাসের হার ও জিপিএ-৫ কমলেও বরাবরের মতো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে সিলেট বিভাগে প্রথম স্থান ধরে রেখেছে নগরীর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা। এবার প্রতিষ্ঠানটির পাসের হার ৯৬ দশমিক ৪২ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছে ৩২জন। গতবছর প্রতিষ্ঠানটির পাসের হার ছিল ৯৮ দশমিক ২৮ এবং ৩৯জন জিপিএ-৫ পেয়েছিলো।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবারের দাখিল পরীক্ষায় সিলেট বিভাগে প্রথম হওয়া এ প্রতিষ্ঠানটির ২২৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২১৬ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। ‘এ’ গ্রেড পেয়েছে ১৬০জন, ‘এ মাইনাস’ ২১জন এবং ‘বি’ পেয়েছে ৩জন শিক্ষার্থী।

এছাড়া ৮জন শিক্ষার্থী ফেল করেছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বাংলানিউজকে বলেন, নিয়ম-শৃঙ্খলা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিবারের মতো এবারও আমার প্রতিষ্ঠান বিভাগে প্রথম হয়েছে। তবে সৃজনশীল পদ্ধতি চালুর কারণে এবারে জিপিএ-৫ ও পাসের হার একটু কমেছে।

আগামীতে শিক্ষার্থীদের ভালোভাবে প্রস্তুত করার মাধ্যমে আবারও শতভাগ সাফল্য ফিরে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।