ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দিনাজপুরের সেরা আমেনা বাকী স্কুল

পার্বতীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, মে ১৮, ২০১৪
দিনাজপুরের সেরা আমেনা বাকী স্কুল

পার্বতীপুর(দিনাজপুর): এবারের এসএসসি পরীক্ষায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল জেলার মধ্যে প্রথম হয়েছে। একই সঙ্গে দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা দশ বিদ্যালয়ের মধ্যে ৪র্থ স্থান অধিকার করেছে স্কুলটি।



আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৭০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।

জেলায় দ্বিতীয় এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের মধ্যে ৮ম স্থানে আছে পার্বতীপুর উপজেলার খোলাহাটিতে অবস্থিত দিনাজপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।

এ স্কুলে ১২৭ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১২২ জন।

সেরা দশ বিদ্যালয়ের শীর্ষে রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ বিদ্যালয়ের ৩৪০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৩৩৮ জন জিপিএ-৫ পেয়েছে।  

দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর জিলা স্কুল। ২৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে এ স্কুলে জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন।

তৃতীয় স্থানে রয়েছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯১ জন।
রংপুরের দি মিলিনিয়ান স্টারস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। ৫৭ জন জিপিএ-৫ পেয়ে বোর্ডে পঞ্চম স্থানে রয়েছে স্কুলটি।

সৈয়দপুর সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় ও কলেজ ষষ্ঠ হয়েছে। এই প্রতিষ্ঠানের ১২০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন। ৭ম স্থানে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ। এর ৪৮ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।

৯ম স্থানে রয়েছে সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ স্কুল থেকে ১৫৬ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪৬ জন।

১০ম স্থানে রয়েছে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ২০৮ জন পরীক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে ১৭১ জন।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, মে ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।