ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে চার দফা দাবিতে ছাত্র ইউনিয়নের ক্যান্টিন বয়কট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মে ২৯, ২০১৪
জবিতে চার দফা দাবিতে ছাত্র ইউনিয়নের ক্যান্টিন বয়কট

ঢাকা: ক্যান্টিনে ফ্রি খাওয়া বন্ধ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে ক্যান্টিন পরিচালনা করাসহ ৪ দফা দাবিতে দুই ঘণ্টা ক্যান্টিন বয়কট কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্র ইউনিয়ন।

বৃহস্পতিবার বেলা বারটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যান্টিনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।



কর্মসূচি শেষে ক্যান্টিনের সামনে জবি ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম সজিবের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে ছাত্র ইউনিয়ন। এতে সংগঠনের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক লাকী আক্তার, জবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আল-আমিন, অর্থ সম্পাদক অভি চৌধুরি পার্থ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের ফ্রি খাওয়ার আবদার সুষ্ঠুভাবে ক্যান্টিন পরিচালনায় অন্যতম প্রধান অন্তরায়।   তাই এ ক্যান্টিন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে পরিচালনার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।