ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে অর্গানোগ্রাম উত্থাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মে ২১, ২০১৪
ইবিতে অর্গানোগ্রাম উত্থাপন

ঢাকা: ইসলামিক বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভাগভিত্তিক অর্গানোগ্রাম (জনবল কাঠামো বিন্যাস) প্রণয়নের জন্য প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের ১০৫তম একাডেমিক কাউন্সিলের সভায় উপাচার্য প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের কাছে এই প্রস্তাব উত্থাপন করে অনুষদীয় কমিটি।



বুধবার বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্টার (তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগ) ড. আমানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ১০৩তম সভার আলোকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. শাহিনুর রহমানকে প্রধান করে ও সকল অনুষদীয় ডিন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি নিয়ে এ অনুষদীয় কমিটি গঠন করা হয়।

কমিটি অর্গানোগ্রাম উত্থাপন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের জন্য বিশ্ববিদ্যালয়ের পঞ্চবার্ষিকী পরিকল্পনার (২০১৩-২০১৮) অংশ হিসাবে নতুন ১৫টি বিভাগ খোলার প্রস্তাব করে।

অর্গানোগ্রামের প্রস্তাবনায় উল্লেখ করা হয়, বিভাগসমূহ থেকে প্রাপ্ত প্রস্তাবনার আলোকে প্রতিটি বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকের বিদ্যমান পদ উল্লেখসহ প্রস্তাবিত পদ সুস্পষ্ট থাকবে।

তবে প্রস্তাবিত বিভাগসমূহ যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর সংশ্লিষ্ট স্ট্যাটিউটে অন্তর্ভূক্ত করার মধ্যদিয়ে ২০১৮ সালের মধ্যে খোলা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।