ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে ছাত্রলীগের মিছিল

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মে ২১, ২০১৪
ইবিতে ছাত্রলীগের মিছিল

কুষ্টিয়া (ইবি): কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নতুন বিভাগ খোলা, ক্লাস ও পরীক্ষা স্বাভাবিক রাখার দাবিতে মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বুধবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক শামিম হোসেন খানসহ অন্যান্য নেতাকর্মীরা এ মিছিলটি বের করেন।



প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের করিডোর থেকে ইবি ছাত্রলীগের মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত এ সমাবেশে ইবি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুজার গিফারি গাফ্ফারের পরিচালনায় বক্তব্য রাখেন- আহ্বায়ক শামিম হোসেন খান, যুগ্ম আহ্বায়ক সজিবুল ইসলাম, আহম্মেদ মাহফুজ সাজন, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজু প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম, ছাত্রলীগ নেতা টিটু, জনি, রানু, সোহেল, হিরণ, বিপ্লব, আরাফাত, অদুদ, সবুজ, পলাশ প্রমুখ।

সমাবেশে বক্তারা নতুন বিভাগ খোলা ও ক্যাম্পাসের সব ক্লাস পরীক্ষা স্বাভাবিক রাখার দাবি জানায়।

এদিকে বুধবার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশ ক্লাস পরীক্ষা বর্জন করায় কয়েকটি বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মে ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।