ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পিকআপ চাপায় জাবি ছাত্রী নিহত, সড়ক অবরোধ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মে ২১, ২০১৪
পিকআপ চাপায় জাবি ছাত্রী নিহত, সড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় ফাতেমা আক্তার নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।



বুধবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয় ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিহত ফাতেমা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী ছিলেন। ফাতেমা পাবনার আতাইকুলার ষোলাবাড়িয়ার আফসার আলীর মেয়ে।

আহত দুইজন হলেন-রেহানা আক্তার ও নুরুল ইসলাম। এদের উদ্ধার করে নিকটস্থ সুপার ক্লিনিকে ভর্তি করানো হলেও অবস্থা গুরুতর হওয়ায় রেহানাকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে ইউনিলিভারে কর্মরত নুরুলকে সুপার ক্লিনিকেই ভর্তি রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল তালুকদার বাংলানিউজকে এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় ফটকের সামনে ‍ঢাকামুখী পার্শ্বে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ফাতেমাসহ তিন জন। এসময় আরিচামুখী কেয়া পরিবহনের একটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে অপেক্ষায় থাকা ফাতেমাসহ তিনজনকে চাপা দেয় ঢাকামুখী পিকআপ ভ্যানটি। এতে ঘটনাস্থলেই মারা যান ফাতেমা। তবে চালকসহ ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করা হয়।

এ দুর্ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

এদিকে সহকারী প্রক্টর মেহেদী ইকবাল বলন, দুর্ঘটনার প্রেক্ষিতে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতোমধ্যে শিক্ষার্থীদের শান্ত থাকতে বলা হয়েছে। এছাড়া,  দুর্ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) জামিল হোসেন বাংলানিউজকে জানান, ওই শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঘাতক পিকআপ চালক। কিন্তু ঘটনাস্থল থেকে সামান্য দূরত্বে সিএন্ডবি বাসস্ট্যান্ডে অপর একটি বাসের সঙ্গে ওই পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বাংলানিউজকে জানান, সিএন্ডবি স্ট্যান্ডে সংঘর্ষের পর আহত চালক এবং পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, সুপার ক্লিনিক থেকে ফাতেমার লাশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হবে। এখানে জানাজার পর তার লাশ স্বামীর কাছে হস্তান্তর করা হবে। সেখান থেকে গ্রামের বাড়ি পাবনায় নিয়ে যাবে স্বামী।



বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মে ২১, ২০১৪/আপডেট ১৯১৭ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।