ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে উচ্ছেদ হল ৪ কক্ষবিশিষ্ট বিশ্ববিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মে ২১, ২০১৪
রাজশাহীতে উচ্ছেদ হল ৪ কক্ষবিশিষ্ট বিশ্ববিদ্যালয়

রাজশাহী: আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের (এবিইউ) চার কক্ষ বিশিষ্ট আউটার ক্যাম্পাসটি উচ্ছেদ করা হয়েছে। বুধবার বিকেলে রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমানের উপস্থিতিতে এটি উচ্ছেদ করা হয়।



মহানগরীর উপশহর দুই নম্বর সেক্টরের ২৪০ নম্বর বাড়ির তিনতলায় মাত্র চারটি কক্ষ নিয়েই চলতো আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অবৈধ আউটার ক্যাম্পাস।

উচ্ছেদের সময় ওই ক্যাম্পাস থেকে ছাত্রভর্তির তথ্য, অফিসের রেজিস্ট্রার ও অন্যান্য কাগজপত্র, একটি কম্পিউটারের সিপিইউ, ড্যান মজীনার সঙ্গে তোলা ছবিসহ অন্যান্য মালামাল জব্দ করে ভবনটি সিলগালা করে দেওয়া হয়েছে। স্থানীয় ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর টুটুল আলী উচ্ছেদে সহযোগিতা করেন।

রাজশাহী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান জানান, হাইকোর্টের আদেশ পেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) রাজশাহী জেলা প্রশাসনের কাছে আমেরিকা-বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ক্যাম্পাস উচ্ছেদের নির্দেশনা প্রদান করে।

সেই নির্দেশনা অনুযায়ী বুধবার বিকেলে অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের অবৈধ ক্যাম্পাসটি উচ্ছেদ করা হয়েছে।  

প্রসঙ্গত, এর আগে গত সোমবার রাতে মহানগরীর তালাইমারী এলাকায় অবস্থিত আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অপর একটি অবৈধ আউটার ক্যাম্পাস উচ্ছেদ করা করা হয়।

বন্ধ অবস্থায় থাকা বিশ্ববিদ্যালয় ভবনটির রেজিস্টার দফতরের তালা ভেঙে ভেতরের খাতাপত্র ও চেয়ার-টেবিলগুলো জব্দ করা হয়। ভবনের বাইরে থেকে সরকার ও ইউজিসি অনুমোদনকৃত লেখা বিশ্ববিদ্যালয়ের একটি সাইনবোর্ড জব্দ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না।

বিশ্ববিদ্যালয়টিতে মাত্র চারটি কক্ষ ছিল। একটিতে বিশ্ববিদ্যালয়ের পরিচালক বসতেন। অন্যটি ছাত্র ভর্তি ও তথ্য প্রদানের কক্ষ এবং দাফতরিক কাজে ব্যবহৃত হতো। আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের এই আউটার ক্যাম্পাসের পরিচালক হিসেবে পরিচয় দিতেন রনিরাজ হোসাইন।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।