ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ধর্মঘটকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মে ২২, ২০১৪
ঢাবিতে ধর্মঘটকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে পূর্বঘোষিত ধর্মঘট চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকটি বাম সংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।



তবে ঢাবি প্রক্টর বলেন, হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনকারীদের বাক-বিতণ্ডা হয়েছে।

অপরদিকে ছাত্রলীগ কোনোভাবেই এ হামলার সঙ্গে জড়িত নয় বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রশাসনের উসকানিতে ছাত্রলীগ এই হামলা করেছে। তাঁরা ২৮ মের মধ্যে সান্ধ্যকোর্স বাতিলের দাবি জানিয়েছেন। তা না হলে বিভাগের সামনে লাগাতার অবস্থান করবেন বলেও হুঁশিয়ার করেন শিক্ষার্থীরা।

এদিকে দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন করে হামলাকারীদের বিচার দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করা হবে। ২৮ তারিখের মধ্যে সান্ধ্যকোর্স বাতিল না করলে গণ-অবস্থান কর্মসূচি পালন করা হবে।

ধর্মঘটের কারণে বেলা ১টা পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের কোনো ক্লাস হয়নি। তবে পরীক্ষা চলছে বলে জানিয়েছেন ঢাবি প্রক্টর।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মে ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।