ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে দুটি নতুন বিভাগ চালু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মে ২৪, ২০১৪
রাবিতে দুটি নতুন বিভাগ চালু

রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুটি নতুন বিভাগের কার্যক্রম শুরু হয়েছে।

বিভাগ দুটি হলো আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ।

এ নিয়ে রাবিতে আটটি অনুষদের অধীনে বিভাগের সংখ্যা হলো ৫০টি।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

কলা অনুষদের আওতায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও বিজনেস স্টাডিজ অনুষদের আওতায় ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের কার্যক্রম শুরু হচ্ছে বলে জানান তিনি।

ইতিহাস বিভাগের প্রফেসর আবুল কাশেমকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি এবং ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রফেসর আব্দুল কুদ্দুসকে ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি করা হয়েছে।

২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে নতুন দুই বিভাগে শিক্ষার্থী ভর্তিসহ পূণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে রাবির উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন পেয়ে বিভাগ দুটির কার্যক্রম শুরু হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।