ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈশ্বরগঞ্জে পুরস্কার পেল জিপিএ-৫ প্রাপ্তরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মে ২৪, ২০১৪
ঈশ্বরগঞ্জে পুরস্কার পেল জিপিএ-৫ প্রাপ্তরা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার চরনিখলায় সুমনা শিক্ষা পরিবারের উদ্যোগে  নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

হাবিবুল্লাহ কাঞ্চনের সভাপতিত্বে সংস্থার পরিচালক জামালউদ্দিন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, আহসান পারভেজ, হোসেন মোহাম্মদ মণ্ডল প্রমুখ।

আলোচনা সভা শেষে সংস্থার সদস্য গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত তানজীলা আক্তার মীম, জিপিএ-৫ প্রাপ্ত মারুফা বেগম, সুরাইয়া বেগম, আকবর হোসেন, শফিকুল ইসলাম, ইসরাত জাহান, রাবেয়া সুলতানা, নুসরাত জাহান, মেহেদী হাসান, তোবারক হোসেন, আমানুল্লাহ আমান ও মাহমুদুল হাসানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।