ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি উপাচার্যের সঙ্গে ক্যানবেরা ইউনিভার্সিটির ড. জেফরির সাক্ষাৎ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মে ২৪, ২০১৪
জাবি উপাচার্যের সঙ্গে ক্যানবেরা ইউনিভার্সিটির ড. জেফরির সাক্ষাৎ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলামের সঙ্গে অষ্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরার প্রফেসর ড. জেফরি নিকল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার বিকেল ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ মনজুরুল হক, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, ক্যানবেরা ইউনিভার্সিটির ড. শামীম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ড. জেফরি বলেন, অষ্ট্রেলীয় সরকার বাংলাদেশের বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারে বর্ণিত ২০১৮ সালের মধ্যে বেসরকারি পর্যায়ে পেনশন দেওয়ার লক্ষ্যে আইনগত কাঠামো প্রণয়নে সহায়তা দিতে ইচ্ছুক। এনিয়ে দুই দেশের সরকারি পর্যায়ে এ ব্যাপারে আলাপ-আলোচনা চলছে।

তিনি বলেন, ক্যানবেরা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপক্ষীয় শিক্ষা সহযোগিতা প্রতিষ্ঠা করতে আগ্রহী। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সঙ্গে শিক্ষা সহযোগিতার সুযোগ রয়েছে।

এ বিভাগে পেনশন ফান্ড, আন্তর্জাতিক আইন প্রভৃতি কোর্স চালু করতে ক্যানবেরা ইউনিভার্সিটি সহযোগিতা করবে বলে তিনি জানান।

ক্যানবেরা ইউনিভার্সিটির আগ্রহের কারণে ধন্যবাদ জানিয়ে উপাচার্য ড. ফারজানা ইসলাম বলেন, এ লক্ষ্যে ভবিষ্যতে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর হতে পারে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।