ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা নিয়ে বিভ্রান্তি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মে ২৭, ২০১৪
ঢাবির বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা নিয়ে বিভ্রান্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজগুলোতে ১০২ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে বাংলানিউজসহ বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এম আমজাদ।

পরে নিজের বক্তব্য প্রত্যাহার করে তিনি সোমবার জানিয়েছেন, প্রকৃতপক্ষে ১০২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদের মধ্যে ৪৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বাকি ৫৯ জনকে জরিমানা করা হয়েছে।

শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সভায় এ সব  শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা  নেওয়া হয়। শাস্তিপ্রাপ্তদের মধ্যে ২৭ জনের পরীক্ষা বাতিল ও এক বছরের জন্য বহিষ্কার, ১১ জনের পরীক্ষা বাতিল ও দুই বছরের জন্য বহিষ্কার, তিনজনের পরীক্ষা বাতিল ও তিনবছরের জন্য বহিষ্কার; দুইজনের পরীক্ষা বাতিল এবং বাকি ৫৯ জনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রক্টর জানান, তাদের অপরাধের মধ্যে রয়েছে, বাইরে থেকে নকল নিয়ে আসা, কানে হেডফোন দিয়ে মোবাইল ফোনের রেকর্ড শুনে পরীক্ষা দেওয়া, বাইরে থেকে লিখে এনে পরীক্ষার খাতায় সংযুক্ত করা এবং পরীক্ষার হলে পরিদর্শকের সতর্কতা না শুনে কথা বলা।

প্রক্টরের দেওয়া তথ্য মতে, ঢাবির অধিভুক্ত মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল কলেজগুলোর শিক্ষার্থীদের সংখ্যা এ ক্ষেত্রে বেশি লক্ষ করা গেছে। শাস্তিপ্রাপ্তদের মধ্যে ৭৯ জনই এ সব কলেজের। এদের মধ্যে ৩৩ জন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ২৩ জন।

** ঢাবির ১০২ শিক্ষার্থী বহিষ্কার, চাকরিচ্যুত ১ শিক্ষক

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, মে ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।