ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সুনামগঞ্জে টিআইবির মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, মে ২৯, ২০১৪
প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সুনামগঞ্জে টিআইবির মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: মানসম্মত শিক্ষা চাই-এ স্লোগান নিয়ে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সুনামগঞ্জে যৌথভাবে মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানবন্ধনে সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- টিআইবির সুনামগঞ্জ সভাপতি নূরুর রব চৌধুরী, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, ধুর্জুটি কুমার বসু, শিক্ষক যোগেশ্বর দাস, সঞ্চিতা চৌধুরী, সাংবাদিক খলিল রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।