ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মে ২৯, ২০১৪
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ফাইল ফটো

ময়মনসিংহ : অধ্যক্ষের অপসারণসহ ৯ দফা দাবিতে ময়মনসিংহ-টাঙ্গাইল ও ময়মনসিংহ বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনে অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী এ কমসূচি পালন করেন তারা।



শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- স্থায়ী শিক্ষক নিয়োগ, কলেজকে পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর প্রমুখ।  

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন যাবত কলেজে কোন স্থায়ী শিক্ষক নেই। এ নিয়ে কলেজের অধ্যক্ষের কোন মাথাব্যাথাও নেই। প্রায় সময়ই এসব দাবি জানিয়ে আসলেও কোন প্রতিকার মিলছে না। এ কারণেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করে।

এদিকে, এ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন জাহান। পরে তিনি শিক্ষার্থীদের দাবি পূরণে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুন জানান, ‘আন্দোলনকারী শিক্ষার্থীরা শুক্রবার জেলা প্রশাসকের সঙ্গে সকাল ১০ টায় তাঁর কার্যালয়ে আলোচনায় বসবেন’।

বাংলাদেশ সময় ১৬১৮ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।