ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দেশেই তৈরি করতে হবে গবেষণার সুযোগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মে ৩১, ২০১৪
দেশেই তৈরি করতে হবে গবেষণার সুযোগ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়: আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অধিকতর দক্ষ করে গড়ে তুলতে গবেষণার বিকল্প নেই। তাই দেশেই শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ  তৈরিতে  বিশ্ববিদ্যালয়গুলোর মৌলিক ধারায় পরিবর্তন এনে অধিকতর গবেষণামুখী হয়ে উঠতে হবে।



শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক (টিএসসি) মিলনায়তনে আয়োজিত নৃবিজ্ঞান বিভাগের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অনেক শিক্ষার্থীই বিদেশে গিয়ে পিএইচডি ডিগ্রি লাভ করছে। কিন্তু তার জন্য তাকে সে দেশের যেকোনো একটি সমস্যার সমাধান করে গবেষণা করতে হচ্ছে। বিষয়টি আমাদের গুরুত্ব সহকারে ভাবতে হবে। এখন থেকে যেন শিক্ষার্থীরা আমাদের দেশের সমস্যা নিয়ে গবেষণা করে সমাধান করে এবং আমাদের সমাজে অবদান রাখে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলোকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, ১০ বছর আগে আমাদের উচ্চশিক্ষা স্তরে শিক্ষার্থী ছিল ১০ লাখ, আর এখন ২২ লাখ। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী আছে ৪ কোটি, যা উন্নত অনেক দেশেই নেই। আমাদের এই নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ করে গড়ে তুলতে হবে। এর জন্য আমাদের সার্বিক শিক্ষা ব্যবস্থ্যার পরিবর্তনের চেষ্টা করছি।

নাহিদ বলেন, শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিবর্তনে শুধু সরকারের প্রচেষ্টাই যথেষ্ঠ নয়, প্রয়োজন আমাদের মানসিকতার পরিবর্তন।

নৃবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. সাইফুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসরিক আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আনোয়ারুল চৌধুরী, অধ্যাপক ড. এইচ কে এস আরেফিন, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।