ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটের নতুন উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মে ৩১, ২০১৪
রুয়েটের নতুন উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম বেগ বিশ্ববিদ্যালয়ের সব স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

শনিবার সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



সভায় নতুন উপাচার্য বলেন, সব কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ দায়িত্ব যথাযথ ও সুষ্ঠুভাবে পালন করলে রুয়েটের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড এমনিতেই বেগবান হবে।

তিনি বলেন, বিধি অনুযায়ী সকল কর্মকর্তা ও কর্মচারীদের নায্য পাওনা ও পদোন্নতি প্রদান করা হবে এবং সকল ক্ষেত্রে নায্যতা ও নিয়তান্ত্রিক পন্থা অবলম্বন করা হবে।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পাঠাগার ব্যবস্থাপক ড. আজিজুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী রশিদুল হাসান, নাজিমউদ্দীন প্রমুখ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ড. আশরাফুল আলম, আইপিই বিভাগের প্রধান প্রফেসর ড. মোশারফ হোসেন, গ্লাস অ্যান্ড সিরামিক বিভাগের প্রধান প্রফেসর ড. শামীমুর রহমান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল আলিম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী রশিদুল হাসান, ডেপুটি কম্পোট্রলার নাজিমউদ্দীন আহমেদ প্রমুখ।

এর পর শনিবার বিকেল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম বেগ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় সকল শাখা প্রধান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মে ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।