ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ১ম বর্ষ ভর্তির আবেদন শুরু ১৪ আগস্ট

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুন ১, ২০১৪
ঢাবি ১ম বর্ষ ভর্তির আবেদন শুরু ১৪ আগস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১৪ আগস্ট শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।



সভার সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞান অনুষদের অধীন ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ সেপ্টেম্বর, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, বাণিজ্য অনুষদের অধীন গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ সেপ্টেম্বর, বিভাগ পরিবর্তনকারী ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ সেপ্টেম্বর এবং চারুকলা অনুষদের অধীন চ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে অনুষ্ঠিত হবে।  

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আগেই ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বাংলানিউজকে বলেন, ‘শিক্ষার্থীরা যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি দিয়েই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে এবং ভর্তি পরীক্ষার জন্য আগেই মানসিক প্রস্তুতি গ্রহণ করতে পারে সেজন্যই আমরা ভর্তি প্রক্রিয়া আগেই শুরু করতে চাই। ’
 
কোচিং বাণিজ্যকে নিরুৎসাহী করাও দ্রুত ভর্তি পরীক্ষা শুরু অন্যতম উদ্দেশ্য বলে জানান উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুন ০১, ২০১৪/আপডেট: ১৯৪৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।