ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষামন্ত্রীর আফসোস!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুন ১, ২০১৪
শিক্ষামন্ত্রীর আফসোস! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের জাতির ভবিষ্যত নির্মাতা উল্লেখ করে বলেছেন, আমার দুর্ভাগ্য আমি ‍শিক্ষক হতে পারিনি। আপনার জাতি গঠনে যে অবদান রেখে যাচ্ছেন তা অবশ্যই জাতি সম্মানের সঙ্গে মনে রাখবে।



রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরকারি কলেজের প্রভাষকদের ১৪০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জাতীয়  শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত  প্রশিক্ষণ কোর্সটি প্রতিষ্ঠানটির মিলনায়তনে  গত ২ ফেব্রুয়ারি শুরু  হয়ে রোববার শেষ হয়।

মন্ত্রী শিক্ষকদের উদ্দেশে আরও বলেন, আমি আপনাদের সঙ্গে জোগালি হিসেবে আছি। আপনারা জাতিকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ মহৎ কাজ সবার পক্ষে সম্ভব নয় বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী নাহিদ।

নায়েমের  মহাপরিচালক প্রফেসর খান হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রণালয়ের সচিব  ড.মোহাম্মদ সাদিক।

প্রশিক্ষণ কোর্স শেষে মন্ত্রী অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।

বাংলাদেশ সময় : ২০১১ ঘণ্টা, জুন ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।