ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েট প্রশাসনে ব্যাপক রদবদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুন ৩, ২০১৪
রুয়েট প্রশাসনে ব্যাপক রদবদল

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ঊর্ধ্বতন পদগুলোতে মঙ্গলবার বড় ধরনের রদবদল  করা হয়েয়েছ। তবে কেবল একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার লক্ষ্যেই প্রশাসনের বিভিন্ন স্তরে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে জনসংযোগ শাখা।



রুয়েট’র জনসংযোগ শাখার সহকারী পরিচালক গোলাম মুর্তজা জানান, নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোশাররাফ হোসেন স্বাক্ষরিত ৩টি পৃথক অফিস আদেশের মাধ্যমে ৩টি পরিচালক পদে রদবদল করা হয়েছে।

এতে রুয়েট পুরকৌশল বিভাগের প্রফেসর ড. এন. এইচ. এম কামরুজ্জামান সরকারকে ছাত্রকল্যাণ পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আগে পরিচালক(পরিকল্পনা ও উন্নয়ন)পদে নিযুক্ত ছিলেন। আর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে নিয়োগ দেওয়া হয়েছে পুরকৌশল বিভাগের প্রফেসর ড. আবদুল আলিমকে।
তিনি আগে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছিলেন। গ্লাস অ্যান্ড সিরামিক বিভাগের প্রধান প্রফেসর ড. শামীমুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে পরিচালক(গবেষণা ও সম্প্রসারণ) পদে।

এদিকে, পরীক্ষা নিয়ন্ত্রক ও কম্পোট্রলার (প্রধান হিসাব রক্ষক) পদেও পরিবর্তন আনা হয়েছে। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক তৌহিদ আরিফ খান চৌধুরীকে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ভারপ্রাপ্ত কম্পোট্রলার হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি কম্পোট্রলার নাজিম উদ্দীন আহম্মদকে।

রেজিস্ট্রার স্বাক্ষরিত অপর দু’টি অফিস আদেশের মাধ্যমে তাদের এই দায়িত্ব দেওয়া হয়। নির্দেশনার পর নতুন দায়িত্বপ্রাপ্ত তিন পরিচালক এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত কম্পোট্রলার মঙ্গলবার স্ব স্ব পদে যোগদান করে দায়িত্ব পালন শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুন ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।