ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পোষ্য কোটা বাতিলের দাবিতে শাবিতে অবস্থান ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জুন ৭, ২০১৪
পোষ্য কোটা বাতিলের দাবিতে শাবিতে অবস্থান ধর্মঘট ছবি: ফাইল ফটো

সিলেট: পোষ্য কোটা বাতিলের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অবস্থান ধর্মঘট করেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টা থেকে তারা একাডেমিক ভবনের সামনে এ অবস্থান ধর্মঘট পালন করেন।

বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় ৩০ জন শিক্ষার্থী ধর্মঘটে অংশ নেন।

ক্যাম্পাস সূত্র জানায়, সকাল ১১টায় পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্যের ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন আন্দোলনরত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

পোষ্য কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়কারী শমসের রাসেল বাংলানিউজকে বলেন, সিন্ডিকেট সভা চলাকালে আমরা উপাচার্য ভবনের প্রধান ফটকে অবস্থান ধর্মঘট করি। ভিসিসহ সিন্ডিকেট সদস্যরা আমাদের দাবি যৌক্তিক হিসেবে মেনে নিয়ে এ প্রস্তাবনা একাডেমিক কাউন্সিলে ফেরত পাঠাবেন এমন আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

তিনি বলেন, আমাদের দাবি হলো এটার রিভিউ করা। তবে অত্যন্ত দরিদ্র বা সমাজে অনগ্রসর যারা, তারা এ সুবিধা পেতে পারেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হিমাদ্রি শেখর রায় বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। তাদের বলেছি, কোনো ধরনের কর্মসূচি করতে গেলে আগে অনুমতি নেওয়া আবশ্যক। এরপরও আন্দোলনকারী সাবেক ও বর্তমান ছাত্রদের উদ্দেশ্যে ভিসি বলেছেন, বিষয়টি নিয়ে পরবর্তী একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হবে। এ আশ্বাসের পর তারা ক্যাম্পাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুন ০৭, ২০১৪




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।