ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গ্রীষ্মকালীন ছুটি শেষে রাবি খুলছে বুধবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুন ১০, ২০১৪
গ্রীষ্মকালীন ছুটি শেষে রাবি খুলছে বুধবার

রাবি(রাজশাহী): দশ দিনের গ্রীষ্মকালীন ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা আবারও শুরু হচ্ছে বুধবার।

এর আগে গত রোববার থেকে চালু করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।



বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. ইলিয়াছ হোসেন বাংলানিউজকে জানান, গ্রীষ্মকালীন ছুটির কারণে গত ১ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক
ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হয়।

বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হলেও প্রশাসনিক কার্যক্রম শুরু করা হয়েছে গত রোববার থেকে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবার গ্রীষ্মকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলসমূহ খোলা রাখা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুন ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।