ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুন ৭, ২০১৪
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক

ঢাকা: অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের ম‍ৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আনোয়ার‍া বেগমসহ ট্রাস্টির সব সদস্য।

শুক্রবার রাত সাড়ে ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।

মৃতুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক বার্তা জানায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড।

ফরিদ উদ্দিন আহমেদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-রেজিস্ট্রার, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলোজির সাবেক রেজিস্ট্রার ও গজারিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক পদে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি কুমিল্লা বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।