ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইআইইউসি’র ফেসবুক পেজের ভেরিফিকেশন লাভ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুন ৭, ২০১৪
আইআইইউসি’র ফেসবুক পেজের ভেরিফিকেশন লাভ ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনির্ভাসিটি চট্টগ্রাম (আইআইইউসি) দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যাদের ফেসবুক পেজ ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। শুরু তাই নয় ফেসবুকে ভেরিফিকেশন লাভ করা এটি বন্দর নগরীর একমাত্র পেজ।



ফেসবুক ভেরিফিকেশন মূলত নিশ্চিত করে যে ওই নামের ফেসবুক ফ্যানপেজটি আসলে নির্দিষ্ট কর্তৃপক্ষের। সুতরাং ওই পেজটিকে ফেসবুক কর্তৃপক্ষ সরাসরি স্বীকৃতি প্রদান করে।

আমাদের দেশে ফেসবুক ভেরিফিকেশন সম্পন্ন পেজের সংখ্যা হাতে গোনাই বটে। এর মধ্যে আইআইইউসির পেজটি ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে যা সত্যিই আনন্দের বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনির্ভাসিটি চট্টগ্রামের ফেসবুক পেজে লাইক প্রায় সাড়ে ২৫ হাজার এবং এই পেজটির রেটিং পয়েন্ট ৪ দশমিক ৪।

এ বছরের (২০১৪) মে মাসে ফেসবুক কর্তৃপক্ষ পেইজ এবং প্রোফাইল ভেরিফাই ব্যবস্থার প্রচলন করে। সাধারণত জনপ্রিয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফ্যান পেইজে ফ্যানের সংখ্যা বেশি হলে ফেসবুক কর্তৃপক্ষ নিজ উদ্যোগে তা যাচাই-বাছাই করে। যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হলে তা ভেরিফায়েড পেইজ হিসেবে মর্যাদা লাভ করে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।