ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেসরকারি বৌদ্ধ এবং সংস্কৃত টোল শিক্ষা প্রতিষ্ঠানের বেতন প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জুন ৮, ২০১৪
বেসরকারি বৌদ্ধ এবং সংস্কৃত টোল শিক্ষা প্রতিষ্ঠানের বেতন প্রদান

ঢাকা: বেসরকারি বৌদ্ধ এবং সংস্কৃত টোল শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গত এক বছরের মহার্ঘভাতাসহ বেতন হয়েছে।

আগামী ১৬ জুন থেকে অগ্রণী, রূপালী,  জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় শাখা থেকে সংশ্লিষ্ট কর্মকতা-কর্মচারীরা বেতন তুলতে পারবেন।



রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুদানভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০১৩  সালের জুন থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ১ বছরের মহার্ঘ ভাতা বেতন প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণ অনুদানভুক্ত শিক্ষক-কর্মচারীর মহার্ঘ ভাতা ও বেতন আগামী ১৬ জুন থেকে অগ্রণী, রুপালী এবং জনতা ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে উত্তোলন করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুন ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।