ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সেমিস্টার ফি বাতিল দাবিতে উত্তাল বাকৃবি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুন ৯, ২০১৪
সেমিস্টার ফি বাতিল দাবিতে উত্তাল বাকৃবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আরোপিত সেমিস্টার ফি ও অন্যান্য বর্ধিত ফি বাতিল দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দ্বিতীয় বর্ষের (লেভেল-২, সেমিস্টার-১) শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১০টার বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয়’৭১ এর পাদদেশে গণজমায়েত করে সব অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।



পরে সাড়ে ১০টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় এবং ১১টার দিকে প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ঘুরে পুনরায় বিজয়’৭১ এ গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা জানায়, তাদের  ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হবে মঙ্গলবার রাত ৮টায়। ওই সময়ের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক বাংলানিউজকে বলেন, সেমিস্টার ফি বাতিলে শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক। আরোপিত সেমিস্টার ফি বাতিল করা সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।