ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গাইবান্ধায় শিক্ষক পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের ক্লাসবর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুন ৯, ২০১৪
গাইবান্ধায় শিক্ষক পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের ক্লাসবর্জন

গাইবান্ধা: বদলিকৃত শিক্ষককে পুনর্বহালের দাবিতে ক্লাস বর্জন করে চলেছেন গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার সরেজমিন বিদ্যালয়ে গেলে শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামকে শনিবার শিক্ষা বিভাগ হঠাৎ করে অন্যত্র বদলি করে।

তার বদলীর খবর পাওয়ার পর থেকেই ওই শিক্ষকের পুনর্বহালের দাবি তুলেছেন শিক্ষার্থীরা।  

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি শাহাজাদা মিয়া বাংলানিউজকে জানান, প্রধান শিক্ষক জহুরুল ইসলাম গত কয়েক বছরে ওই বিদ্যালয়ের শিক্ষার ব্যাপক মানোন্নয়ন করেছেন। তাই ছাত্রছাত্রী ও অভিভাবকরা তাকে পুনরায় ওই বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুফিয়া বেগম বাংলানিউজকে জানান, ছাত্রছাত্রীরা ক্লাসে না আসায় অন্য শিক্ষকদের সকাল থেকে বিকেল পর্যন্ত অলস সময় পার করতে হচ্ছে।

অভিভাবক ছামিউল ইসলাম বলেন, প্রধান শিক্ষক জহুরুল ইসলামকে ফিরিয়ে না আনা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।  

গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিষয়টির সুষ্ঠু সমাধানের দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৪   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।