ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাজেটে শিক্ষাখাত উপেক্ষিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জুন ৯, ২০১৪
বাজেটে শিক্ষাখাত উপেক্ষিত

ঢাকা: বিগত অর্থবছরের বাজেটের তুলনায় প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে এক শতাংশ কম বরাদ্দ দিয়ে শিক্ষাখাতকে উপেক্ষা করা হয়েছে বলে মনে করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ অভিযোগ করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষাখাতে অব্যাহতভাবে অপ্রতুল বরাদ্দের সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, শিক্ষা হচ্ছে যে কোন দেশের আর্থ সামাজিক উন্নয়নের  চাবিকাঠি। আর শিক্ষাখাতে  বিগত অর্থ বছরের তুলনায় ক্রমান্বয়ে কম বরাদ্দ দিয়ে অন্যান্য খাতে বেশি অর্থ বরাদ্দ দিতে চাচ্ছে সরকার। এর ফলে বিগত বাজেটগুলোর মতো সরকার এবারো শিক্ষাখাতকে উপেক্ষা করেছে।  
 
শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ অথবা জাতীয় আয়ের ৮ ভাগ বরাদ্দের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লাকী আক্তার।

 এ সময় বিগত কয়েকটি বাজেটের বিশ্লেষণ তুলে ধরে বলা হয়, শিক্ষা হল রাষ্ট্রের সকল আর্থ সামাজিক উন্নয়নের চাবিকাঠি। যে কোনো দেশের আর্থ-সামাজিক উন্নয়ন পলিসির নিউক্লিয়াস হল শিক্ষা। শিক্ষার মাধ্যমে একটি দেশের জনসংখ্যা জনশক্তিতে পরিণত হয়।

শিক্ষাখাতে বরাদ্দের প্রশ্নে সরকার আর্থিক অসচ্ছলতার যুক্তির সমালোচনা করে  বলা হয়, আফ্রিকার অধিকাংশ দেশের অর্থনৈতিক সচ্ছলতা বাংলাদেশ থেকে অনেক কম। অথচ তারা জাতীয় বাজেটে শিক্ষাখাতে ২০ শতাংশের বেশি বরাদ্দ দিয়ে থাকে।

আশ্চর্যজনক হলেও সত্য বাংলাদেশে শিক্ষাখাতে বরাদ্দ দেয়া হয় জাতীয় বাজেটের মাত্র ১১ ভাগ। এবার জাতীয় আয়ের অনুপাতে শিক্ষাখাতে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ দেয়া হয়েছে ২.১৮ ভাগ। যা এডিপির অনুপাতে ১১.৭ শতাংশ।

শিক্ষাখাতে এ বরাদ্দ আফ্রিকার অনেক অনগ্রসর দেশ কিংবা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের শিক্ষাখাতের বরাদ্দের চেয়ে কম।
 
প্রাথমিক শিক্ষা এখনো শতভাগ নিশ্চিত হয়নি উল্লেখ করে ছাত্র ইউনিয়ন নেত্রী লাকি আক্তার বলেন, ‘এখনো দেশের ১০ লাখ শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই ঝড়ে পড়ছে ৩৭ শতাংশ শিক্ষার্থী।

এই যখন বাস্তব অবস্থা তখন বিগত বাজেটগুলোর চেয়ে প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ কমিয়ে ফেলা কেবল দুঃখজনক নয়, অশুভ ইঙ্গিতও বহন করে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তারেক সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মারুফ বিল্লাহ তন্ময়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি জাহিদুল ইসলাম সজীব, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক লিটন নন্দী ও ঢাকা মহানগর সংসদের সাংগঠনিক সম্পাদক অনিক রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।