ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি জীববিজ্ঞান অনুষদের বর্ধিত অংশের নির্মাণ কাজ উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুন ১০, ২০১৪
জাবি জীববিজ্ঞান অনুষদের বর্ধিত অংশের নির্মাণ কাজ উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের বর্ধিত অংশের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন।

মঙ্গলবার তিনি এ বর্ধিত অংশের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন।



উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, জীববিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ বিশ্বমানের গবেষণা করে এ বিশ্ববিদ্যালয়ের সুখ্যাতি বৃদ্ধি করেছেন।

তিনি সুষ্ঠু ও গতিশীল একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে অংশীদারিত্বের ভিত্তিতে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।

তিনি নির্ধারিত সময়ের মধ্যে জীববিজ্ঞান অনুষদের বর্ধিত অংশের নির্মাণ কাজ সম্পন্ন করতে সবার সকলের সহযোগিতা কামনা করেন।

জানা গেছে, বর্তমান জীববিজ্ঞান অনুষদের উত্তর পাশে ছয় তলার এ ভবনটির প্রাথমিক পর্যায়ে এক তলা নির্মাণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, অন্যান্য অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগের সভাপতি ও শিক্ষকমন্ডলী, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী প্রমুখ।   

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুন ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।