ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রশ্ন ফাঁস রোধে শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জুন ১১, ২০১৪
প্রশ্ন ফাঁস রোধে শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: প্রশ্নপত্র ফাঁস রোধে করণীয় নির্ধারণে অর্ধশতাধিক শিক্ষক, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার সকাল সাড়ে ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।



শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৈঠকে সভাপতিত্বে করছন।

বৈঠকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক আবদুল্লাহ আবু স‍ায়ীদ, অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক ড. হারুন অর রশিদ, এমএম আকাশ, ড. কাজী খলীকুজ্জামান আহমদ, আবুল মোমেন, মুনতাসির উদ্দিন খান মামুন, ছিদ্দিকুর রহমান, ড. রফিকুল হক, সালমা আখতার ও সেলিনা হোসেন প্রমুখ উপস্থিত রয়েছেন।

এছাড়াও বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফীন সিদ্দিক, ড. আইনুন নিশাত, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. সালাহউদ্দিন আহমদ, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, ড. সৈয়দ আনোয়ার হোসেনেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

শিক্ষামন্ত্রণালয় বলছে, বৈঠকে বিগত বছরগুলোর ধারবাহিকতায় এবারও শিক্ষামন্ত্রী শিক্ষার মান বাড়াতে শিক্ষাবিদদের মতামত ও পরামর্শ গ্রহণ করবেন।

তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে করণীয় নির্ধারণ নিয়েই আলোচনা প্রাধান্য পাবে।

২০১৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র ফাঁসের পর ওই পরীক্ষা স্থগিত করে ১০ এপ্রিল একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে ১৫ দিনের সময় দিয়ে প্রতিবেদন দিতে বলা হলেও তারা আরো ১০ দিন সময় বাড়িয়ে নেয়।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে ড. জাফর ইকবাল গণমাধ্যমে কয়েকটি কলাম লেখা ছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে যোগ দেন শিক্ষক এবং শিক্ষার্থীরা, অভিভাবকেরাও।

শিক্ষামন্ত্রীও জাফর ইকবালের লেখার জবাব দিয়ে কলাম লেখেন।

এসব ঘটনার পরেই শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকের উদ্যোগ প্রশ্ন ফাঁসের বিষয়টি আলোচনার কেন্দ্র বিন্দুতে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 

** প্রশ্ন ফাঁস রোধে অর্ধ শতাধিক শিক্ষাবিদের সঙ্গে বসছেন মন্ত্রী

 

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুন ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।