ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবিতে সনদ পেলেন গবেষণা প্রকল্পে অংশগ্রহণকারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুন ১২, ২০১৪
আইইউবিতে সনদ পেলেন গবেষণা প্রকল্পে অংশগ্রহণকারীরা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্ব শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠায় চলচ্চিত্র ও সাংবাদিকতার ভূমিকা নিয়ে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ গবেষণা প্রকল্প সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রকল্পে অংশগ্রহণকারী ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম ওমর রহমান।



যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, স্যান ডিয়েগো (ইউসিএসডি) এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) যৌথ উদ্যোগে ৮ মাসব্যাপী এ গবেষণার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রফেসর এম ওমর রহমান বলেন, চলচ্চিত্র এমনই একটি জাদুকরি মাধ্যম যেখানে পুরো পৃথিবীর কথা বলা হয়। সার্বিকভাবে চিন্তা করার মতো অনেক কিছুই সেখান থেকে শেখা যায়।

তিনি বলেন, সরকারি-বেসরকারি কিংবা বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজের সুযোগ খুব কম হয়। এই গবেষণা শিক্ষার্থীদের জন্য শেখার খুব ভালো একটা প্লাটফর্ম। আশা করি এই গবেষণা থেকে তারা খুব উপকৃত হবেন।

এ সময় শান্তি, সহনশীলতা ও জনসচেতনতা তৈরিতে চলচ্চিত্র এবং সাংবাদিকতার ভূমিকা নিয়ে স্যান ডিয়াগো বিশ্ববিদ্যালয়ের উদ্যোগকে সাধুবাদ জানান উপাচার্য প্রফেসর ওমর।

বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অ্যান্ড সোশাল সায়েন্স বিভাগের ডিন জাকির হোসেন রাজু বলেন, অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি একটি অনন্য অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতা অর্জনের জন্য তাদের অনেক প্রতিকূল অবস্থার মুখোমুখি হতে হয়েছে। আশা করছি ভবিষ্যতে শিক্ষার্থীরা তাদের কর্মে তা ফুটিয়ে তুলবেন।

অনুষ্ঠঅনে ইউসিএসডির প্রতিনিধি ওয়ালিদ শেরজাই বলেন, দীর্ঘ এই রিসার্চে শিক্ষার্থীরা নৈপুণ্যের সঙ্গে চলচ্চিত্র নির্মাণ এবং টেলিভিশন প্রোডাকশনের কাজ শিখে শর্টফিল্ম তৈরি করেছেন। তাদের যাত্রা শুভ হোক।

বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান ড. জিএম শহীদুল আলম বলেন, আমি নিশ্চিত শিক্ষার্থীরা এই প্রজেক্টের অভিজ্ঞতা দেশে বিদেশে ছড়িয়ে দেবে এবং একে কাজে লাগিয়ে নিজেরা উন্নতমানের চলচ্চিত্র নির্মাণ করবে।

আলোচনা শেষে আইইউবির উপাচার্যসহ প্রকল্পে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরও সনদপত্র দেয় ইউসিএসডি।

গবেষণা প্রকল্পে বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা ছাড়াও,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি),   শিক্ষ‍ার্থীরাও অংশ নেন।

কাগজে-কলমে মাঠ পর্যায়ে বিভিন্ন গবেষণার পাশাপাশি এসব তথ্যের ভিত্তিতে শর্ট ফিল্মও তৈরি করেন শিক্ষার্থীরা।

বাংলাদেশস সময়: ১৪৪৩ ঘণ্টা, জুন ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।