ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েটে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৪
কুয়েটে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার শুক্রবার

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বিষয়ক একটি সেমিনার শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে।

কুয়েট জিআরই সোসাইটির উদ্যোগে পরিচালক ছাত্রকল্যাণ কার্যালয় এবং ব্যাপন (বাংলাদেশি আমেরিকান প্রফেশনাল অ্যান্ড একাডেমিক নেটওয়ার্ক)-এর সহযোগিতায় এ সেমিনারটি অনুষ্ঠিত হবে।

 

সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কুয়েটের ইলেক্ট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের প্রভাষক মো. আরিফ খান।

রাষ্ট্রপতি স্বর্ণপদকসহ গ্রাজুয়েশন সম্পন্ন করার পর ২০১০ সালে ইসিই ডিপার্টমেন্টের প্রভাষক পদে যোগ দেন তিনি। এরপর ২০১২ সালে যুক্তরাষ্ট্রের ওয়াইমিং বিশ্ববিদ্যালয়ে  মাস্টার্স সম্পন্ন করতে সেখানে যান। সেখানে যুক্তরাষ্ট্রের ওয়াইমিং বিশ্ববিদ্যালয়ের ‘রকি মাউন্টেইন বায়োইঞ্জিনিয়ারিং সিম্পোজিয়ামে’ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড জেতেন তিনি। বর্তমানে তিনি নাসার ‘ফ্লাই আই প্রজেক্ট’-এ কাজ করছেন। তিনি কুয়েট জিআরই সোসাইটির একজন উপদেষ্টাও।

এ ছাড়া অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মো. সাইফুল ইসলাম রনি। তিনি বর্তমানে রাজধানীর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মতিউর রহমান পিয়াল। তিনি আমেরিকার ওবার্ন বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডিংসহ পিএইচডি করতে যাচ্ছেন।

আরো বক্তব্য রাখবেন- শামিম আল জুবায়ের, যিনি টেক্সাস টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডিংসহ পিএইচডি করতে যাচ্ছেন।

সেমিনারের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে কুয়েট জিআরই সোসাইটির আহ্বায়ক, কুয়েটের ইসিই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. মারুফ হোসেন শুভ বলেন, কুয়েট জিআরই সোসাইটি শুরু থেকেই কুয়েটের ছাত্র-ছাত্রীদের কাছে উচ্চ শিক্ষার বিষয়গুলোকে সহজবোধ্য করতে ও এক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতির ব্যাপারে সহায়ক দিক-নির্দেশনা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবারের এ আয়োজন।

এ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাজমুস সাকিব বলেন, যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছাত্রদের একটা বড় সুযোগ রয়েছে। একটু চেষ্টা করলেই আমাদের ছাত্ররাই পারে আমেরিকার প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের জায়গা করে নিতে।

তিনি জানান, তাদের এই স্বপ্নগুলো যেন হারিয়ে না যায়, এ লক্ষ্য নিয়ে কাজ করে যাবেন।

উল্লেখ্য, কুয়েট অডিটরিয়ামে আয়োজিত সেমিনারটি কুয়েটের সব বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।