ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবির রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিনে ওরিয়েন্টেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
খুবির রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিনে ওরিয়েন্টেশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিনের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ডিসিপ্লিনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।



ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম ও  ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা।

স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের প্রভাষক সারোয়ার হোসেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের পক্ষে আবু বকর সিদ্দিক এবং পুরানতদের পক্ষে প্রথম ব্যাচের ছাত্র পলাশ কুমার ধর বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্যে সাইটে স্কুলের ডিন প্রফেসর ড. রফিকুল ইসলাম বলেন যে, রসায়ন হচ্ছে একটি মৌলিক বিষয়। তাই এ বিষয়ের প্রয়োজনীয়তা আছে এবং থাকবে।

তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গণকে জ্ঞান লাভের উপযুক্ত ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বলেন যারা রসায়ন বিষয়ে ভর্তি হয়েছে তাদেরকে একজন আদর্শ কেমিস্ট হতে হবে।

এর আগে তিনি নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা বলেন তার প্রশাসনিক দপ্তর ছাত্রদের কল্যাণ ও শৃঙ্খলার দিকটি দেখে থাকে। তিনি বলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় তারা মেধার ভিত্তিতে ভর্তি হয়। আর মেধাই হচ্ছে এখানকার শক্তি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জীবন হচ্ছে জ্ঞান লাভের উৎকৃষ্ট সময়। এখানে স্বাধীনতা আছে কিন্ত তাই বলে যথেচ্ছার সুযোগ নেই। জ্ঞান অর্জনের মূল লক্ষ্য হতে হবে মানবিক গুণাবলী বিকাশিত হওয়ার জন্য। তিনি বলেন চাকরি খোঁজার দিকে লক্ষ্য না রেখে বরং বৈজ্ঞানিক হওয়া, গবেষক হওয়া, আদর্শ মানুষ হওয়াটা জরুরি।

তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে গত ২৪ বছরে শিক্ষক-শিক্ষার্থী সবাই মিলে একটি গর্বের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। দেশ-বিদেশে খুলনা বিশ্ববিদ্যায়ের সতন্ত্র ভাবমূর্তি স্থাপিত হয়েছে। তাই নবাগত শিক্ষার্থীদের আমাদের এই গর্বের জায়গাটি যেন সুদৃঢ় থাকে সে ব্যাপারে সচেতন থাকতে হবে।

এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।