ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খাতা পুনঃনিরীক্ষণ

রাজশাহী বোর্ডে ফল পাল্টালো ১২০ পরীক্ষার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
রাজশাহী বোর্ডে ফল পাল্টালো ১২০ পরীক্ষার্থীর

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ১২০টি’র ফলাফল পরিবর্তন হয়েছে। খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদনকারীদের রোববার মোবাইলে এসএমএস এর মাধ্যমে এই ফলাফল জানিয়ে দেওয়া হয়।


 
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের একটি সূত্র জানান, এবার এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফলাফলে যে ১২০টি পরিবর্তন হয়েছে তার মধ্যে অন্য জিপিএ থেকে জিপিএ-৫ হয়েছে ২৬টি। অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে আরও ২০ জন। এবার এসএসসি পরীক্ষার ফলাফল শেষে খাতা পুন:নিরীক্ষার জন্য নির্ধারিত সময়ের মধ্যে ১৪ হাজার ৭৮০টি বিষয়ে আবেদন জমা পড়ে।

মোট ৬ হাজার ৯২৬জন পরীক্ষার্থী এসব আবেদন করে।

এর আগে গত ১৭ মে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ওই সময় ফল নিয়ে যাদের আপত্তি ছিল তারা পুনঃনিরীক্ষার জন্য বোর্ডে আবেদন করে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন গত ১৮ থেকে ২৪ মে টেলিটক মোবাইল থেকে করা হয়।

এর পর রোববার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়।

এই ক্ষেত্রে আবেদনকারীদের তাদের নিজ নিজ মোবাইল ফোনেও খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল জানিয়ে দেওয়া হয়। শিক্ষা বোর্ডের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী আবেদনকারীদের খাতা পুনঃনিরীক্ষণ করে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এর ফলাফল।

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফলাফল পরিবর্তন প্রসঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএমএ হুরাইরা বলেন, এবার ৬ হাজার ৯২৬ জন পরীক্ষার্থী ১৪ হাজার ৭৮০টি বিষয়ে আবেদন করলেও ফলাফল পরিবর্তন হয়েছে মাত্র ১২০ জনের। এতেও তারা সন্তুষ্ট নন। খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল বদলের সংখ্যা তারা শূন্যে নামিয়ে আনতে চান।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, যেসব পরীক্ষকের কারণে ফলাফল পরিবর্তন হয়েছে তাদেরকে শুধুমাত্র শাস্তি দিলেই চলবেনা। তাদের সংশোধন করাতে হবে। একারণে তাদেরকে নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হবে। যাতে আগামীতে তারা যৌক্তিকভাবে উত্তরপত্র মূল্যায়ন করতে পারেন।

গত ১৭ মে রাজশাহী বোর্ডের স্মরণকালের সেরা রেকর্ডের মধ্য দিয়ে ২০১৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পাসের হার ছিল ৯৬.৩৪ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘন্টা, জুন ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।