ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কারিগরি শিক্ষা সপ্তাহ শুরু ১৮ জুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
কারিগরি শিক্ষা সপ্তাহ শুরু ১৮ জুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ স্লোগানে আগামী ১৮ থেকে ২৪ জুন শুরু হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ জুন সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই শিক্ষা সপ্তাহের উদ্বোধন করবেন।



সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এবার জাতীয়ভাবে এই সপ্তাহ উদযাপন করা হবে। এবারের এ কারিগরি সপ্তাহ সারাদেশের সবকটি বিভাগ, জেলা ও উপজেলায় পালন করা হবে।

এ উপলক্ষ্যে ক্রোড়পত্র ও স্যুভেনির প্রকাশ, ৠালি, সেমিনার, গোলটেবিল বৈঠক, টেলিভিশন আলোচনা, দক্ষতা প্রতিযোগিতা ও ইনোভেটিভ এক্স-পো, জব ফেয়ার, প্রদর্শনী, মোটর শোভাযাত্রা, পোস্টারিং, লিফলেট বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হবে।

২০১০ সালের প্রথম কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালন করা হয়েছিল।

এবারের কারিগরি শিক্ষা সপ্তাহের লক্ষ্য হলো: জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দক্ষ কর্মী তৈরি এবং দেশ থেকে ক্ষুধা ও দারিদ্র্য দূরীভূত করা, ডিজিটাল বাংলাদেশ বির্নির্মাণে এবং রূপকল্প ২০২১ বাস্তবায়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার, স্বনির্ভরতা অর্জনকল্পে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় অধিক বিনিয়োগে উদ্বুদ্ধকরণ, উদ্যোক্তা উন্নয়ন ও আতœকর্মসংস্থানের বিষয়ে উদ্বুদ্ধ করা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থায় সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধিকরণ।

সংবাদ সম্মেলনে কারিগরি শিক্ষার বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন মন্ত্রী। তবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সম্পর্কিত চ্যালেঞ্জও রয়েছে।

তিনি বলেন, কারিগরি শিক্ষার এনরোলমেন্ট ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে তা ৩০ শতাংশে উন্নীত করা হবে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।