ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে খোন্দকার আশরাফ হোসেনের স্মরণসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
নজরুল বিশ্ববিদ্যালয়ে খোন্দকার আশরাফ হোসেনের স্মরণসভা

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাকনবি) প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার আশরাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আবুল বাসার।



স্মরণ সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া করা হয়। প্রয়াত উপাচার্যের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সময় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

স্মরণ সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা প্রমুখ।

বক্তারা প্রয়াত উপাচার্য খোন্দকার আশরাফ হোসেনের কর্ম ও জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এর আগে ২০১৩ সালের ১৬ জাকনবির তৃতীয় উপাচার্য কবি খোন্দকার আশরাফ হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।