ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফুলপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে স্কুলে তালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
ফুলপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে স্কুলে তালা

ময়মনসিংহ: অনিয়ম ও দুর্নীতিসহ নানা অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজের অপসারণ দাবিতে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

একই সঙ্গে সাবেত প্রধান শিক্ষককে স্বপদে বহালের দাবিও জানিয়েছে তারা।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজের অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় স্কুলের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে নানা অজুহাতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।

সংশ্লিষ্ট কারো সঙ্গে কোনো আলোচনা না করেই মনগড়া ম্যানেজিং কমিটি গঠন করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সজিব অভিযোগ করে বলেন, প্রায় ৩ বছর আগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজের কূটচালে সাবেক প্রধান শিক্ষক একেএম গোলাম কিবরিয়াকে এ পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

পরে নির্বাচন বিহীন ও অনিয়মতান্ত্রিকভাবে নতুন ম্যানেজিং কমিটি করে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ নানা অনিয়ম করে যাচ্ছেন।

সাবেক প্রধান শিক্ষক একেএম গোলাম কিবরিয়াকে স্বপদে না ফেরানো পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।  

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।   

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।