ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ত্বকির ওপর হামলা

মমেক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৪
মমেক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী রেজা হাসান ত্বকির (২৩) ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে পঞ্চম দিনের মত ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি চরপাড়া-মাসকান্দা সড়ক অবরোধ করে রেখেছেন তারা।



বুধবার সকাল সাড়ে দশটায় মূল গেট সহ পুরো মেডিক্যাল কলেজের সবকটি গেটে তালা ঝুলিয়ে দেয় তারা।
 
ত্বকির উপর হামলাকারী সন্ত্রাসী লিমনকে গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, শনিবার সকালে শহরের কৃষ্টপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী লিমন ও তার লোকজন ত্বকিকে পিঠে ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে।

শনিবার দুপুরে ত্বকিকে হেলিকপ্টারযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ১১ টা থেকেই কলেজের শিক্ষার্থীরা ছাত্র ধর্মঘটের ডাক দেন। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরাও।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।