ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সেমিস্টার ফি বাতিলের দাবিতে বাকৃবির প্রশাসনিক ভবনে তালা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
সেমিস্টার ফি বাতিলের দাবিতে বাকৃবির প্রশাসনিক ভবনে তালা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): সেমিস্টার ফি বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট পালন করছে ২য় বর্ষের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

এরপর সকাল ১১টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা। পরে তারা ওই ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয়।

অবস্থান ধর্মঘটের সময় শিক্ষার্থীদের কাছে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, উপাচার্যের দেওয়া দায়িত্ব অনুযায়ী শিক্ষক সমিতি ২য় বর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফি ১২০০ টাকা থেকে ৮০০ টাকা কমিয়ে ৪০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আন্দোলন বন্ধ করে প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়ার আহ্বান জানান।

এদিকে, দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় ভবনের ভেতরে আটকা পড়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় আটকে পড়া কয়েকজনকে ভবনের পেছনের জানালা দিয়ে বের হতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।